হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে বাসের ধাক্কায় যুবক নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে পোষাক কারখানার শ্রমিকবাহী বাসের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের সিএনজি পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাইফুল ইয়াংওয়ান গ্রুপের ১২ নম্বর ফ্লোরের প্রিন্ট সেকশনের সুপারভাইজার।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সন্ধ্যায় ইয়াংওয়ানে চাকরি শেষে পোষাক কারখানার বাসে করে বাড়িতে আসছিল। গত জানুয়ারীতে জুলধা পাইপের গোড়া বাজার বাদশা মিয়া চৌকিদারের বাড়ির আবদুল সালামের মেয়ে রুমা আকতারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের ৭ মাস ৪ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা হলেন সাইফুল।

কর্ণফুলী থানার উপসহকারি পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ‘বড়উঠানের পেট্রোল পাম্পের সামনের রাস্তায় একটি বাস পেছন থেকে সাইফুলকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।’

পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, নিহত সাইফুল বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকার জাকের আহমদের ছেলে। তিনি গত ১০ বছর ধরে বড়উঠান ইউনিয়নের খতিবপাড়া এলাকার নানার বাড়িতে থাকেন।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট