হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ড সুবিধার অপব্যবহার: ফোর এইচ গ্রুপের বিপুল পরিমাণ পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবৈধভাবে মজুত করার দায়ে ফোর এইচ গ্রুপের একটি বন্ডেড ওয়্যারহাউস থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত কাপড়গুলো তিনটি কাভার্ড ভ্যানে করে কাস্টমসের নিলাম শেডে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শুল্ক কর্মকর্তারা।

রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার একটি গুদাম থেকে এসব পণ্য জব্দ করা হয়। 

তবে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব পণ্যে ইনভেন্ট্রি করা হয়নি। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দকৃত পণ্যের মধ্যে তিনটি কাভার্ড ভ্যানে বিভিন্ন ধরনের কাপড় রয়েছে। জব্দকৃত কাপড়ের পরিমাণ আনুমানিক ৪০ থেকে ৫০ মেট্রিক টন। 

শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানান, রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত ১০০ টন কাঁচামাল (নিট ফেব্রিকস) খোলাবাজারে বিক্রি করার উদ্দেশ্যে এখানে জড়ো করা হয়েছিল। এসব পণ্য কয়েক হাজার বস্তায় রাখার কারণে ইনভেনটরি করতে বিলম্ব হচ্ছে। 

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম-পরিচালক সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ফোর এইচ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি না করে এখানে এনে জমা করা হয়েছিল। আইন অনুযায়ী বন্ডেড প্রতিষ্ঠানের গুদামে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য রাখার সুযোগ নাই।’ 

সাইফুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। এসব পণ্য ইনভেনটরি ও নথিপত্র যাচাই করতে দুই-তিন দিন সময় লাগবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইতিমধ্যে তিনটা কাভার্ড ভ্যানে পণ্য তোলা হচ্ছে এবং আরও চারটি কাভার্ড ভ্যানে এনে এসব পণ্য কাস্টমস নিলাম শেডে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সাইফুর রহমান। 

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী