কুমিল্লার বুড়িচংয়ে পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে ওঠা মোটরসাইকেল ও ট্রাক্টরকে দুর্ঘটনা থেকে বাঁচাতে একটি কাভার্ড ভ্যান সড়ক বিভাজকে উঠে উল্টে গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল ও ট্রাক্টরটি পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে উঠে আসছিল। কাভার্ড ভ্যানও দ্রুতগতিতে আসছিল। দুর্ঘটনা এড়াতে এটি সড়ক বিভাজকে উঠে উল্টে যায়। দুর্ঘটনায় চালক আহত হয়েছেন। তবে হেলপার সুস্থ আছেন।’
এএসআই বলেন, ‘আহত চালককে ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ চলছে। এতে অন্য যানবাহন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।’