হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় এক যুবককে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

আজ সোমবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শাহজাহান। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২০২১ সালের ১৫ জুন লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্স গেট এলাকা থেকে মো. শাহজাহানকে মোটরসাইকেলসহ আটক করে লোহাগাড়া পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া বাজারের ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন। 

ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

এর আগে ২০২২ সালের ৩০ মে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় গ্রেপ্তার হলেও পরে আসামি জামিনে গিয়ে পলাতক থাকেন। তাঁরা বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের