হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদ্যুতের আলোয় আলোকিত পটিয়ার কোলাগাঁও

কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম) 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনে চলছে মহাযজ্ঞ। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করায় এলাকায় বেড়েছে কর্মসংস্থান। চট্টগ্রামের বিদ্যুৎ চাহিদা পূরণ হয়ে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। 

সূত্রে জানা যায়, কোলাগাঁও ইউনিয়নে নির্মিত চারটি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন ৩৮৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করেছে। 

চারটি বিদ্যুৎকেন্দ্রে হলো আল বারাকা পাওয়া লিমিটেডের বারাকা ১০৫ মেগাওয়াট শিকলবাহা পাওয়ার প্ল্যান্ট ও বারাকা ১১০ মেগাওয়াট কর্ণফুলী পাওয়ার প্ল্যান্ট, এনার্জি প্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লিমিটেডের জোডিয়াক ৫৪ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, আনলিমা ডায়িং লিমিটেডের আনলিমা ১১৬ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। 

বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের উপব্যবস্থাপক প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, 'বেসরকারি বিনিয়োগে বারাকা শিকলবাহা ১০৫ ও কর্ণফুলী পাওয়ার প্ল্যান্ট ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র দুটি স্থাপন কাজ শেষ হয়েছে ছয় মাস আগে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। 

কোলাগাঁও ইউপি চেয়ারম্যান আহমদ নুর বলেন, 'কোলাগাঁও ইউনিয়নের কর্ণফুলী নদীর পাড়ে নতুন চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ যেহেতু সরকারের অগ্রাধিকার প্রকল্প। তাই সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।' 

কর্ণফুলী পাড়ের বিদ্যুৎ উৎপাদন তদারককারী ও শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী (উৎপাদন) ভূবন বিজয় দত্ত বলেন, 'কর্ণফুলী নদীর পাড়ের নতুন বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটি চট্টগ্রামের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও সরবরাহ করার সুযোগ হচ্ছে।' 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, 'বর্তমানে চট্টগ্রামে প্রতিদিন এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে এখানকার ১৭টি বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে গড়ে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। বাকি ৪০০ মেগাওয়াট জাতীয় গ্রিড থেকে নেওয়া হয়। তবে সন্ধ্যার পর বড় বড় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চট্টগ্রামে উৎপাদিত বিদ্যুৎ দিয়েই চাহিদা মেটানো সম্ভব হয়।' 

প্রকৌশলী প্রবীর কুমার আরও বলেন, 'কর্ণফুলী নদীর পাড়ে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে নতুন চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। ওই চারটি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ চট্টগ্রামের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।'  

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ