হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির মূল ফটকে তালা, ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। গাড়ি ভাড়া ও খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা খাবারের দাম বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ জানিয়েছে। আমরা এ বিষয়ে মনিটরিং করে আসছি। মনিটরিং আরও জোরদার করব।

ছাত্রলীগের নেতা কর্মীদের দাবি, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে খাবারের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের উৎসব চলছে। ভর্তি–ইচ্ছুক ও অভিভাবকদের থেকে ৩০ টাকার ভাড়া ১৫০ টাকা পর্যন্ত আদায় করছে রিকশাচালক ও সিএনজি চালকেরা। অন্যদিকে খাবারের দোকানে সব খাবারের দাম বাড়িয়ে মান কমিয়ে ফেলা হয়েছে। এসব বিষয়ে বারবার প্রশাসনকে বলা হলেও তারা এ বিষয়ে পদক্ষেপ নেয়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, খাবারের দাম বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টার দিকে ফটকে তালা দিয়েছিল। ছাত্রলীগ সেখানে একাত্মতা প্রকাশ করেছে। প্রশাসন তাদের মনিটরিং জোরদার করবে বলে জানিয়েছে। পরে রাত পৌনে ১০টার দিকে তালা খুলে দেওয়া হয়।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে