হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির মূল ফটকে তালা, ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। গাড়ি ভাড়া ও খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা খাবারের দাম বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ জানিয়েছে। আমরা এ বিষয়ে মনিটরিং করে আসছি। মনিটরিং আরও জোরদার করব।

ছাত্রলীগের নেতা কর্মীদের দাবি, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে খাবারের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের উৎসব চলছে। ভর্তি–ইচ্ছুক ও অভিভাবকদের থেকে ৩০ টাকার ভাড়া ১৫০ টাকা পর্যন্ত আদায় করছে রিকশাচালক ও সিএনজি চালকেরা। অন্যদিকে খাবারের দোকানে সব খাবারের দাম বাড়িয়ে মান কমিয়ে ফেলা হয়েছে। এসব বিষয়ে বারবার প্রশাসনকে বলা হলেও তারা এ বিষয়ে পদক্ষেপ নেয়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, খাবারের দাম বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টার দিকে ফটকে তালা দিয়েছিল। ছাত্রলীগ সেখানে একাত্মতা প্রকাশ করেছে। প্রশাসন তাদের মনিটরিং জোরদার করবে বলে জানিয়েছে। পরে রাত পৌনে ১০টার দিকে তালা খুলে দেওয়া হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির