চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। গাড়ি ভাড়া ও খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা খাবারের দাম বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ জানিয়েছে। আমরা এ বিষয়ে মনিটরিং করে আসছি। মনিটরিং আরও জোরদার করব।
ছাত্রলীগের নেতা কর্মীদের দাবি, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে খাবারের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের উৎসব চলছে। ভর্তি–ইচ্ছুক ও অভিভাবকদের থেকে ৩০ টাকার ভাড়া ১৫০ টাকা পর্যন্ত আদায় করছে রিকশাচালক ও সিএনজি চালকেরা। অন্যদিকে খাবারের দোকানে সব খাবারের দাম বাড়িয়ে মান কমিয়ে ফেলা হয়েছে। এসব বিষয়ে বারবার প্রশাসনকে বলা হলেও তারা এ বিষয়ে পদক্ষেপ নেয়নি।