হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষকদের ধরিয়ে দেওয়া সেই রিকশাচালককে উড়ো চিঠি দিয়ে হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ধর্ষকদের ধরিয়ে দেওয়ার পর একটি উড়ো চিঠি পেয়ে আতঙ্কে রয়েছেন সেই রিকশাচালক আব্দুল হান্নান। গতকাল রোববার বিকেলে ওই উড়ো চিঠি তাঁর রিকশা থেকে পাওয়া গেছে বলে থানা-পুলিশকে জানিয়েছেন ভুক্তভোগী রিকশাচালক। 

আজ সোমবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল হান্নানের রিকশা থেকে পাওয়া সেই চিঠির বিষয়ে তদন্ত শুরু করেছি। চিঠিটা কীভাবে সেখানে এসেছে তা জানার চেষ্টা চলছে। আশা করছি, শিগগিরই এর নেপথ্যের কারণ জানা যাবে।’

 ওসি আরও বলেন, ‘রিকশাচালকের ভাষ্য অনুযায়ী একটি ভাড়া নিয়ে তিনি মতিঝর্না এলাকায় গিয়েছিলেন। সেখানে এক যুবক তাঁকে ভাড়া না দিয়ে চলে যায়। পরে রিকশার সিটের ওপর থেকে নাকি একটি চিঠি পাওয়া গেছে।’ 

চিঠিতে কি লেখা ছিল জানিয়ে ওসি বলেন, ‘আবদুল হান্নান আমার ছেলেগুলোকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে নিজের বিপদ ডেকে এনেছো। আমার লোক তোমার পেছনে দেওয়া আছে। তুমি কী কর কোথায় যাও আমার কাছে খবর আছে। যদি বাঁচতে চাও তাহলে আমাকে ৫০ হাজার টাকা দাও। না হলে তুমি বাঁচতে পারবা না। আবার দেখা হবে।’ 

এ বিষয়ে রিকশাচালক আব্দুল হান্নান বলেন, ‘ওই চিঠি পেয়ে আমি প্রথমে ৯৯৯-এ ফোন করে জানাই। পরে খুলশী থানায় রোববার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করছি।’ 

প্রসঙ্গত, গত ১৭ জুলাই দিবাগত রাত ২টার দিকে এক তরুণীকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন দুর্বৃত্তরা। খুলশী থানাধীন আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে একটি অস্থায়ী টং দোকানের ভেতর এই ঘটনা ঘটে। এ অবস্থায় রিকশাচালক আব্দুল হান্নান জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেন। এ সময় তিনজন পালিয়ে গেলেও পুলিশ পরে ওই তিনজনকেও গ্রেপ্তার করে। এই ঘটনায় গত ২০ জুলাই রিকশাচালক আব্দুল হান্নানকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করে পুলিশ। 

 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ