হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর সদরে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর সদরে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধন হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় পৌরবাজার উন্নয়ন কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে সংহতি প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিদিন হাজারো মানুষ ব্যস্ততম এই মহাসড়ক পার হন। কিন্তু নিরাপদ সড়ক পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফুটওভার ব্রিজ থাকলেও তা দিয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল করা কঠিন। এ ছাড়া এর কারণে পাশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁরা দ্রুত সময়ের মধ্যে বারইয়ারহাটে একটি আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবি জানান। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি ইউসুফ মানিক। সাধারণ সম্পাদক কাজী মো. ওমর ফারুক ও ব্যবসায়ী জাহিদ হোসেন বাপ্পির সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও পৌরবাজারের ব্যবসায়ী গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল, ব্যবসায়ী কামরান সরোয়ার্দী ও নেছারুল ইসলাম।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল