চট্টগ্রামের ফটিকছড়িতে ড্রামট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ছিদ্দিক মিয়া (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে করেরহাট-রামগড় সড়কের হেঁয়াকো করই বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক মিয়া উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ পানুয়া এলাকার আম্বর আলীর ছেলে। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ছিদ্দিক গুরুতর আহত হন। স্থানীয়রা সেখান থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে রামগড় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, তাঁর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তে ছাড়াই দাফনের অনুমিত দেওয়া হয়েছে।