হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  শনিবার ভোর সাড়ে ৬টায় জলুয়ারদিঘীর পাড় এলাকায় এবং সকাল সাড়ে ১০টার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকা দুর্ঘটনা দুটি ঘটে। 

জানা যায়, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুয়ারদিঘীর পাড় এলাকায় প্রাইভেট কারের সঙ্গে সিএনজির সংঘর্ষে আহমদ উল্লাহ (৩০) নামের একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। নিহত আহমদ উল্লাহ চন্দনাইশ উপজেলার সাতগাছিয়া এলাকার মাওলানা হাফেজ আবদুল মান্নানের ছেলে। তিনি খরনা ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক। 

অপরদিকে সকাল সাড়ে ১০টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকার একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হয়েছেন। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।  

আহতরা হলেন মোজাফফর (৫৫), কাজল (৫০), মাসুম (২৬) ও ফারুক (২৪)। 

অন্যদিকে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ না করায় এ ঘটনায় কোনো মামলা হয়নি। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সানজানা খানম জানান, সকালে আহমদ উল্লাহ নামের একজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে ক্রসিং হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আলী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়ে চারজন আহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের কাউকে পাওয়া যায়নি। গাড়ি দুটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।  

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈম উদ্দীন জানান, আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ফারুক ও কাজলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার