হোম > সারা দেশ > চট্টগ্রাম

পারকি সৈকতে ছুটির দিনে পর্যটকের উপস্থিতি নিয়ে ব্যবসায়ীদের হতাশা

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

পারকি সমুদ্র সৈকত। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ সৌন্দর্যের পারকি সমুদ্র সৈকতে প্রতিদিন ভ্রমণপিপাসুরা ভিড় করেন। সৈকতের স্নিগ্ধ বাতাস ও ঢেউয়ের গর্জন সকলের নজর কাড়ে। তবে আজ শুক্রবার বিকেলে সৈকতে দেখা যায় ভিন্ন চিত্র। সাপ্তাহিক ছুটির দিনেও সেখানে পর্যটকের আশানুরূপ উপস্থিতি নেই জানিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

নিরাপত্তাহীনতার কারণে পর্যটক কমেছে বলে জানিয়েছে পারকি সমুদ্র সৈকতের ব্যবসায়ীরা। হোটেল-রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা বলছেন, ‘ছুটির দিনে যেরকম পর্যটকের উপস্থিতি আশা করেছিলাম আমরা, তেমন পর্যটক আসেনি। দেশের বিভিন্ন স্থান থেকেও কোনো গাড়ি বা পর্যটক আসেনি আজ। ছুটির দিন হিসেবে পর্যটক নেই বললেই চলে। তারপরও আমাদের নির্ধারিত খরচ বহন করতে হচ্ছে কর্মচারীদের।’

আজ শুক্রবার বিকেলে সরেজমিন গিয়ে পর্যটক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে সমুদ্র সৈকতে অল্প কিছু পর্যটক ও আনোয়ারা, কর্ণফুলীসহ আশপাশ এলাকার লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অন্যান্য দিনের মতো দেশের বিভিন্ন স্থান থেকেও আসেনি কোনো গাড়ি বা পর্যটক। তাতে তাদের বেচাবিক্রিও কমেছে।

পারকি সমুদ্র সৈকত। ছবি: আজকের পত্রিকা

পারকি বিচ গাড়ি পার্কিং এরিয়ার ইজারাদার আহমদ ছফা বলেন, দেশে অস্থিতিশীলতা ও আতঙ্কের কারণে পারকি সৈকতে কমেছে পর্যটক। শুক্রবার হিসেবে সৈকতে বাইরের পর্যটক তেমন আসেনি। ফলে আমাদের চাপও কম। বিকেল ও সন্ধ্যা পর্যন্ত স্থানীয় পর্যটক অবস্থান করছিল সৈকতের বিভিন্ন স্থানে।

এ বিষয়ে জানতে চাইলে পর্যটকদের নিরাপত্তায় পারকি সমুদ্র সৈকতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন, সাপ্তাহিক ছুটিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশের একটি টিম টহলে রয়েছে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য