হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে যাত্রীবাহী বাস উল্টে ৩০ জন আহত 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাহবুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ১৫ অক্টোবর দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একই পরিবহনের একটি বাস আলুটিলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) খাগড়াছড়ি থেকে কুমিল্লাগামী শান্তি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব (১৪-১০৪৪) মাত্রাতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে যায়। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যান। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী আহতদের সহযোগিতায় এগিয়ে আসে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি উল্টে যায়। তবে আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত