হোম > সারা দেশ > নোয়াখালী

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নোয়াখালী প্রতিনিধি

হাসপাতালের ডিসপ্লেতে জয় বঙ্গবন্ধু লেখা। ছবি: সংগৃহীত

নোয়াখালী শহরের মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিসপ্লেতে হঠাৎ ভেসে ওঠে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু—আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’—এমন লেখা। এ ঘটনায় ওই হাসপাতালে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাইজদী হাসপাতাল সড়কের সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াদুদ বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত ৩১ ডিসেম্বর রাতে সিটি হাসপাতালের স্ক্রিনে ভেসে ওঠে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু—আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’ পরে বিষয়টি টের পেয়ে হাসপাতালের দায়িত্বরত নৈশপ্রহরী স্ক্রিনের বিদ্যুৎ লাইন কেটে দেন। গতকাল মঙ্গলবার রাতে ওই স্ক্রিন আবার চালু হলে একই লেখা ভেসে উঠতে দেখেন লোকজন। পরে হামলা চালিয়ে প্রথমে স্ক্রিনটি এবং পরে হাসপাতালের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে।

হাসপাতালের ম্যানেজার মো. শাহজাহান নাজিম বলেন, ‘হামলাকারীরা হাসপাতালের অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেল, এক্স-রে, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরা, টেলিভিশন ভেঙে চুরমার করে দিয়েছে। লুট করা হয়েছে নগদ টাকাও। এতে সব মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, হাসপাতালের সাইনবোর্ডে ভেসে ওঠা লেখার বিষয়ে জিজ্ঞাসা করতে যান শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াদুদ বাবলু। সেখানে অতি উৎসাহী কিছু লোক ভাঙচুর করে। পরে বাবলুকে বেদম মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ‘ভাঙচুরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনো (বুধবার রাত ৮টা পর্যন্ত) কোনো অভিযোগ দেয়নি। আটক বাবলুকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে