হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত, অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত দলের হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ (৩৩) নিহত হয়েছেন। এ সময় দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের পাহাড়ের পাদদেশে র‍্যাব ও ডাকাত দলের এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত হাসিমুল্লাহ জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বশির আহমদের ছেলে। 

স্থানীয়রা জানায়, হাশেম উল্লাহর নেতৃত্বে ক্যাম্প এবং ক্যাম্পের আশপাশের এলাকায় অবস্থানরত ডাকাতদের সমন্বয়ে অপহরণ, ডাকাতি ও ইয়াবাসহ লুটপাটের অভিযোগ রয়েছে। 

টেকনাফ র‍্যাব ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুর রহমান জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা শিবিরে পাহাড়ের পাদদেশে অস্ত্রধারী ডাকাত দলের অবস্থান জানতে পেরে র‍্যাব ১৫-এর একটি দল অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। গুলিবিনিময়ের একপর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে দুইটি দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধারসহ গুলিবিদ্ধ আহত ওই রোহিঙ্গাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লে. মাহবুব আরও জানান, এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত হাশেমুল্লাহ শীর্ষ ডাকাত দল হাসেম উল্লাহ বাহিনীর প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, মাদক ও অস্ত্রসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। তাঁর মরদেহে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির