হোম > সারা দেশ > চট্টগ্রাম

চীনের জাহাজে ৭ নাবিকের করোনা উপসর্গ, পণ্য খালাস বন্ধ 

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা একটি জাহাজে সাতজন নাবিকের দেহে করোনার উপসর্গ থাকায় ‘এমভি সিরেন জুনিপার’ নামের জাহাজকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ রোববার ওই জাহাজটিকে কোয়ারেন্টিনে  রাখা হয়। 

সাত নাবিকের দেহে করোনা উপসর্গ পাওয়ার পর ওই জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ করে দেওয়া হয়েছে। 

জানা গেছে, গত ১৫ দিন আগে চীনের ন্যানটং বন্দর থেকে সার নিয়ে রওনা হয়েছিল বাল্ক ক্যারিয়ার ‘এমভি সিরেন জুনিপার’। বাল্ক ক্যারিয়ার সিরেন জুনিপার বর্তমানে চট্টগ্রাম বন্দরের আলফা জেটিতে নোঙর করা আছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, বন্দর কর্তৃপক্ষের স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং উক্ত জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ করে দেওয়া হয়েছে। 

বন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে নাবিকদের করোনার উপসর্গ থাকার বিষয়টি জানা গেছে। এরপরই জাহাজে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উক্ত জাহাজকেও ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ