চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের দক্ষিণ জোজখোলা এলাকা সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার জুজখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মুহাম্মদ বাবু (২২)। তিনি ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের প্রথম পুত্র। মুহাম্মদ বাবু মোটরসাইকেলে ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহণ করতেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ সিকদার বলেন, ‘শুক্রবার রাতে মুহাম্মদ বাবু তাঁর মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে যাত্রাপথে গতি হারিয়ে দক্ষিণ জোজখোলা এলাকায় একটি খালে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি।’