হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে বৌদ্ধ মূর্তি উদ্ধার ঘটনায় আটক ১

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়িতে শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার ঘটনায় বৌদ্ধ ভিক্ষু সংঘের দাবির প্রেক্ষিতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার পর অভিযুক্ত ব্যক্তি মো. নুর আলমকে আটক করা হয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ উপজেলার ডাইনছড়ি লাল টিলা এলাকায় মো. নুর আলম নামক এক ব্যক্তির ঘরে শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তির সন্ধান দিয়ে পুলিশকে অবহিত করেন বৌদ্ধ সম্প্রদায়েরা লোকজন। পরে পুলিশ মূর্তির সঙ্গে সরাসরি কারও সম্পৃক্ততার সত্যতা না পাওয়ায় এবং মূর্তিটি ঘরের বাইরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে তা আদালতে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা, মূর্তিটি বৌদ্ধ সম্প্রদায়ের হাতে ফেরত দেওয়াসহ ৫ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় কয়েকটি সংগঠন। এ নিয়ে শনিবার খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ বুদ্ধ শাসন ভিক্ষু কল্যাণ পরিষদ, মানিকছড়ি ভিক্ষু সংঘ, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মং সার্কেল ভিক্ষু সংঘ, সংঘরাজ ভিক্ষু মহাসভা ও জ্যোতি সারা ভিক্ষু সংঘ।

তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাতে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা