হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় মাংস কাটতে গিয়ে আহত প্রায় ১০০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারায় মাংস কাটতে গিয়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পশু জবাই ও মাংস কাটতে গিয়ে হাত কেটে চিকিৎসা নিতে প্রায় ১০০ মানুষ এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অনেকেই ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কেউ গরু কোরবানি করতে গিয়ে লাথি খেয়ে আঘাত পেয়েছেন, কারও হাত বা আঙুল কেটে গেছে।

গত শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসব রোগী চিকিৎসাসেবা নিতে এসেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পূজা মিত্র।

এই চিকিৎসক বলেন, শনিবার রাত ১০টা পর্যন্ত ৮০ থেকে ১০০ জন রোগী এসেছেন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে। তাঁদের মধ্যে বেশির ভাগই কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে হাত বা আঙুল কেটেছেন, অনেকেই গরু জবাই করতে গিয়ে আঘাত পেয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা নেওয়াদের অধিকাংশই মৌসুমি কসাই। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে এবং মাংস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত পেয়ে চিকিৎসা নিতে এসেছেন এসব ব্যক্তি।

চাতরী এলাকার শেখ আবদুল্লাহ নামে চিকিৎসা নিতে আসা এক যুবক বলেন, কোরবানির পশু জবাই শেষে মাংস কাটতে গিয়ে ‘অসাবধানতাবশত’ হাত কেটে গেছে। হাতে তিনটি সেলাই হয়েছে। চিকিৎসা নিতে আসা সবার একই কাণ্ড বলে মন্তব্য করেন তিনি।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প