হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় মাংস কাটতে গিয়ে আহত প্রায় ১০০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারায় মাংস কাটতে গিয়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পশু জবাই ও মাংস কাটতে গিয়ে হাত কেটে চিকিৎসা নিতে প্রায় ১০০ মানুষ এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অনেকেই ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কেউ গরু কোরবানি করতে গিয়ে লাথি খেয়ে আঘাত পেয়েছেন, কারও হাত বা আঙুল কেটে গেছে।

গত শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসব রোগী চিকিৎসাসেবা নিতে এসেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পূজা মিত্র।

এই চিকিৎসক বলেন, শনিবার রাত ১০টা পর্যন্ত ৮০ থেকে ১০০ জন রোগী এসেছেন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে। তাঁদের মধ্যে বেশির ভাগই কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে হাত বা আঙুল কেটেছেন, অনেকেই গরু জবাই করতে গিয়ে আঘাত পেয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা নেওয়াদের অধিকাংশই মৌসুমি কসাই। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে এবং মাংস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত পেয়ে চিকিৎসা নিতে এসেছেন এসব ব্যক্তি।

চাতরী এলাকার শেখ আবদুল্লাহ নামে চিকিৎসা নিতে আসা এক যুবক বলেন, কোরবানির পশু জবাই শেষে মাংস কাটতে গিয়ে ‘অসাবধানতাবশত’ হাত কেটে গেছে। হাতে তিনটি সেলাই হয়েছে। চিকিৎসা নিতে আসা সবার একই কাণ্ড বলে মন্তব্য করেন তিনি।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক