হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

‘হামলা-ভাঙচুর, বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ এলাকা ছাড়ার হুমকি নৌকার প্রার্থীর’

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-২ (রায়পুর এবং লক্ষ্মীপুর সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের এমপি কাজী সেলিনা ইসলাম।

সংবাদ সম্মেলনে সেলিনা ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরীর নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বেশ কয়েকজন সমর্থককে তুলে নিয়ে নয়নের বাসায় আটকে রাখে। পরে তাঁর পক্ষে যেন ভোট বা প্রচার-প্রচারণায় অংশ না নেন এই ধরনের হুমকি-ধমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া প্রচার মাইক ভাঙচুর ও নির্বাচনী কার্যালয় দখলের চেষ্টাও করে তারা।

কাজী সেলিনা ইসলাম আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার তাঁর স্বামী লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলসহ পরিবারের লোকজন। তাঁর স্বামী এমপি থাকার সময় বর্তমান আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের ভাই আদনান চৌধুরী তাঁর স্বাক্ষর জাল করেন। যে কারণে তাঁকে ব্যক্তিগত সহকারী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংরক্ষিত আসনের এই এমপি বলেন, এরপর থেকে শুরু হয় ষড়যন্ত্র। বর্তমানেও ষড়যন্ত্র চলছে। যতই হুমকি-ধমকি আসুক, নির্বাচনী মাঠ তিনি ছেড়ে যাবেন না। তিনি বলেন, ‘মাঠে আছি, মাঠ থাকব, এলাকার জনগণ আমার সঙ্গে আছে। আমার স্বামী কাজী শহীদ ইসলাম পাপুলের অসম্পন্ন কাজ সম্পন্ন করতেই নির্বাচনে অংশ নিয়েছি।’ নির্বাচনে বিজয়ের শতভাগ আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর প্রধান নির্বাচনী সমন্বয়ক শেখ ফয়জুল্লাহ শিপনসহ অন্য নেতা-কর্মীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, সকল প্রার্থী শান্তিপূর্ণভাবে মিলেমিশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখানে স্বতন্ত্র প্রার্থী কাজী সেলিনা ইসলামের কোনো লোকজনকে ধরে নিয়ে আসা হয়নি বা প্রচার মাইক ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ সকল অভিযোগ ভিত্তিহীন।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত