চট্টগ্রাম নগরীতে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী পালিয়ে যাওয়া এক আসামির বোন।
গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে তিন হিজড়াসহ হামলায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম ওরফে সুন্দরী হিজড়া (২০), মো. বাদশা ওরফে ববিতা হিজড়া (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫), আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮) ও মো. ইব্রাহিম (২৮)। এদের নিজ বাড়ি বিভিন্ন জেলায় হলেও তাঁরা নগরীর চান্দগাঁও থানাধীন হানিফের কলোনিতে থাকেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক কারবার করে আসছেন হানিফ ও তাঁর সহযোগীরা। বিশেষ করে নদীপথে ইয়াবা পাচার করে আসছে এই সংঘবদ্ধ চক্রটি। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফসহ দুজকে গ্রেপ্তার করার পর পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করা হয়।
ওসি আরও জানান, নিহত নাজমা আক্তার পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামি হানিফের বোন বলে। এই ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।