হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই, গুলিতে আসামির বোন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী পালিয়ে যাওয়া এক আসামির বোন। 
 
গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে তিন হিজড়াসহ হামলায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম ওরফে সুন্দরী হিজড়া (২০), মো. বাদশা ওরফে ববিতা হিজড়া (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫), আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮) ও মো. ইব্রাহিম (২৮)। এদের নিজ বাড়ি বিভিন্ন জেলায় হলেও তাঁরা নগরীর চান্দগাঁও থানাধীন হানিফের কলোনিতে থাকেন। 

আজ রোববার (২০ নভেম্বর) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক কারবার করে আসছেন হানিফ ও তাঁর সহযোগীরা। বিশেষ করে নদীপথে ইয়াবা পাচার করে আসছে এই সংঘবদ্ধ চক্রটি। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফসহ দুজকে গ্রেপ্তার করার পর পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। 

ওসি মো. মাঈনুর রহমান বলেন, শনিবার রাতে হানিফ ও দেলোয়ারকে আটক করার পর হানিফের বোন নাজমার নেতৃত্বে বেশ কিছু যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশের রেলওয়ে মুরিং ঘাটে অবস্থান নেয়। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। এ সময় আত্মরক্ষার্থে ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ এক নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ 

ওসি আরও জানান, নিহত নাজমা আক্তার পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামি হানিফের বোন বলে। এই ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল