হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, সচল পানিবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

টানা কয়েক দিনের বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি জেলার কাপ্তাইয়ের কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের চারটি ইউনিট থেকে ২৪ ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬৪  মেগাওয়াট। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

এ টি এম আব্দুজ্জাহের বলেন, ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪২ মেগাওয়াট করে ৮৪ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াটসহ সর্বমোট ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সর্বাধিক উৎপাদন। পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। 

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৮৪ দশমিক ১৬ ফুট এমএসএল থাকার কথা থাকলেও মঙ্গলবার কাপ্তাই হ্রদে পানি ছিল ৮৩ দশমিক ৬৯ ফুট মিন সি লেভেল, যা গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ।  তবে কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল।

উল্লেখ্য, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য