হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, সচল পানিবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

টানা কয়েক দিনের বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি জেলার কাপ্তাইয়ের কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের চারটি ইউনিট থেকে ২৪ ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬৪  মেগাওয়াট। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

এ টি এম আব্দুজ্জাহের বলেন, ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪২ মেগাওয়াট করে ৮৪ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াটসহ সর্বমোট ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সর্বাধিক উৎপাদন। পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। 

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৮৪ দশমিক ১৬ ফুট এমএসএল থাকার কথা থাকলেও মঙ্গলবার কাপ্তাই হ্রদে পানি ছিল ৮৩ দশমিক ৬৯ ফুট মিন সি লেভেল, যা গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ।  তবে কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল।

উল্লেখ্য, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির