হোম > সারা দেশ > চাঁদপুর

নিষেধাজ্ঞার প্রথম দিনে চলছে ইলিশের বেচা বিক্রি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তবে নিষেধাজ্ঞার প্রথম দিনে জেলার ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারগুলোতে চলছে ইলিশের বেচা বিক্রি। এতে নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন বিক্রেতা ইলিশ মাছের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রির জন্য। তাদের মধ্যে বিক্রেতা জাবেদ, আবুল হোসেন ও আক্তার হোসেন বলেন, ‘এগুলো আমাদের আগের মাছ।’ এখন মাছ ক্রয়–বিক্রয়ের নিষেধাজ্ঞা চলছে এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তারা।

বাজারে মাছের আড়তদার দিলিপ চন্দ্র দাস বলেন, ‘আমাদের কাছে ইলিশ মাছ নেই। তবে সকাল থেকেই কয়েকজন ব্যবসায়ী বাজারে ইলিশ মাছ বিক্রি করছে। তাদের বাধা দিলেও তারা শোনেন নি।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘মৎস্য বিভাগের লোকজন গোপনে প্রচারণা চালানোর কারণে এখনো ইলিশ মাছ বিক্রেতা ও ক্রেতারা অসচেতন রয়ে গেছেন।’

বাজারে ইলিশ মাছ দেখে ক্ষোভ প্রকাশ করে আইনজীবী নইমুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কতটুকু উদাসীনতা থাকলে নিষেধাজ্ঞার প্রথম দিনে এভাবে উপজেলা সদরের একটি বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না।’

জানতে চাইলে ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘নিষেধাজ্ঞার বিষয়ে এখন আমাদের জানানো হয়নি। তাই আমি ব্যবসায়ীদের সতর্ক করতে পারিনি।’

এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের একজন সহকারী জানিয়েছেন, তাদের স্যার অফিসের কাজে জেলা শহরে আছেন। পরে জেলা মৎস্য কর্মকর্তাকে মোবাইল ফোনে কল দিলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মিটিংয়ে আছি।’

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে ইলিশ মাছ বিক্রির বিষয়টি জেনেছি, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড