হোম > সারা দেশ > চট্টগ্রাম

হটপটের ভেতর ৮ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

হটপটের ভেতরে ৮ হাজার ইয়াবা বড়ি পাচারের সময় আক্তার ফারুক (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

গ্রেপ্তার যুবক কক্সবাজারের টেকনাফ থানার উত্তর নয়াপাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে।

মামলার বাদী জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) গোলাম রাসেল পারভেজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাঁরা যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের খবর পাই। পরে সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কুমিরা এলাকায় ঢাকামুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহভাজন যুবকের ব্যাগে থাকা হটপটের ভেতর থেকে ৪০টি পলিথিনের প্যাকেটে মোড়ানো ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। পরে সোমবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের পাশাপাশি জব্দ করা ইয়াবাসহ যুবকটিকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার যুবক একজন পেশাদার মাদক কারবারি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নানামুখী কৌশল অবলম্বনের মাধ্যমে কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালী, ফেনী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির