হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

গৃহবধূকে মাথা ন্যাড়া করার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ননদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করার ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। ওই নারী বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় স্বামী মো. হাসান, শ্বশুর কাঞ্চন মাঝি, ননদ পাখি বেগম ও শাশুড়িকে আসামি করা হয়। 

এদিকে আটক ননদ পাখি বেগমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ননদ পাখি বেগমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত রোববার রাতে যৌতুকের ৩ লাখ টাকা না পেয়ে স্বামী, শাশুড়ি ও ননদ গৃহবধূ রুমা আক্তারকে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতন চালান। পরে ঘরে বেঁধে রেখে পালিয়ে যান সবাই। এই সুযোগে আত্মীয়স্বজনের কাছে বিষয়টি জানান ওই গৃহবধূ। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবসহ এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত