হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসপাতালের বিল দিতে নবজাতক বিক্রির অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে হাসপাতালের বিল দিতে ভূমিষ্ঠ হওয়া এক নবজাতককে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকার সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে এ ঘটনা ঘটে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভূমিষ্ঠ হওয়া নবজাতকের স্বজনেরাই এক ব্যক্তির কাছে স্বেচ্ছায় দত্তক দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে পাশের উপজেলার বিজয় দাশের স্ত্রী জয়া দাশ তাঁর মা-বাবার সঙ্গে প্রসববেদনা নিয়ে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি হন। সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়।

নবজাতকের নানা পরিমল দাশ বলেন, ‘মেয়ের সঙ্গে স্বামীর ছাড়াছাড়ি হয়েছে। তাদের সংসারে একটা বাচ্চা আছে। মেয়ে চাকরি করত, এখন চাকরিও নেই। অভাবের কারণে নবজাতককে অন্যের কাছে দত্তক দিতে হয়েছে। বিনিময়ে হাসপাতালের বিল আর অল্প কিছু টাকা দিয়েছে। শিশুটাকে ওই হাসপাতালের একজন নার্স নিয়েছেন তাঁর নিঃসন্তান আত্মীয়ের জন্য। নার্সের সহায়তায় কাজটি করেছি আমরা।’

জয়া দাশের স্বজনেরা জানান, সন্তান প্রসবের পর টাকা না থাকার কথাটি হাসপাতালের নার্সকে জানালে তিনি (নার্স) নবজাতককে বিক্রির প্রস্তাব দেন। পরে নার্সের সহায়তায় তাঁর নিঃসন্তান এক আত্মীয়ের কথা বলে হাসপাতালের ১২ হাজার টাকা বিল পরিশোধ এবং তাঁদের ৫ হাজার টাকা দিয়ে বাচ্চাটি নিয়ে নেন নার্স। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ একটি সাদা কাগজে স্বাক্ষর নেয়।

জানতে চাইলে চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্তরা এসে একটি লিখিত নিয়ে বাচ্চাটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়েছেন। দুই পরিবারের সমঝোতায় এটি হয়েছে।’

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেবুন্নেছা বলেন, ‘ঘটনাটি জানতে পেরে হাসপাতালটিতে আমাদের একটি টিমকে পাঠাই। দুই পক্ষের সমঝোতায় কাজটি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে বিষয়টি আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত ছিল।’

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু