হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ আরোহী নিহত

প্রতিনিধি, (রাউজান) চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলার দমদমা এলাকায় ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চারজন আরোহী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।  তারা হলেন- রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরা এলাকার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, স্থানীয়রা দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর দুইজন ও সড়কের উপর দুইজনের মরদেহ পড়ে দেখেন। এরপর পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তখনো ট্রাকের স্পিকারে গান বাজছে। ধারণা করা হচ্ছে, চালক গান শুনতে শুনতে ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী