হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ আরোহী নিহত

প্রতিনিধি, (রাউজান) চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলার দমদমা এলাকায় ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চারজন আরোহী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।  তারা হলেন- রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরা এলাকার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, স্থানীয়রা দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর দুইজন ও সড়কের উপর দুইজনের মরদেহ পড়ে দেখেন। এরপর পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তখনো ট্রাকের স্পিকারে গান বাজছে। ধারণা করা হচ্ছে, চালক গান শুনতে শুনতে ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির