চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পলাতক আসামি মিয়ানমারের এক নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত মো. মফিজ আলম কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবিরের ৯ নম্বর ক্যাম্পের সোনা আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত মফিজ আলমের বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।’ মামলা চলাকালীন জামিন নিয়ে আসামি পলাতক আছেন বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে মফিজকে এক হাজারটি ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাহাড়তলী সার্কেলের সহকারী উপপরিদর্শক রুপম কান্তি পাল বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ২০২১ সালের ১১ নভেম্বর আদালতে আসামির বিরুদ্ধে চার্জগঠন করা হয়।