হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাদকের মামলায় মিয়ানমার নাগরিকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পলাতক আসামি মিয়ানমারের এক নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত মো. মফিজ আলম কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবিরের ৯ নম্বর ক্যাম্পের সোনা আলীর ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত মফিজ আলমের বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।’ মামলা চলাকালীন জামিন নিয়ে আসামি পলাতক আছেন বলে জানান তিনি। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে মফিজকে এক হাজারটি ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাহাড়তলী সার্কেলের সহকারী উপপরিদর্শক রুপম কান্তি পাল বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ২০২১ সালের ১১ নভেম্বর আদালতে আসামির বিরুদ্ধে চার্জগঠন করা হয়। 

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন