হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।

আজ শনিবার সকালে রায়পুর থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কিশোর গ্যাংয়ের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনায় পড়ছে। গ্যাংয়ের সদস্যরা মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে।

বক্তারা জানান, গত এক মাসে কিশোর গ্যাংয়ের হামলা ও মারধরের শিকার হয়েছে অন্তত ১৫ জন। হামলার শিকার জাহাঙ্গীর আলম ও তাঁর মেয়ে এবং মনু শীল নামের একজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসব ঘটনায় মামলা হলেও এখনো জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার উদমারাসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন জোবায়ের হোসেন। গ্যাংয়ের সদস্যদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত থানা এলাকায় পুলিশের টহল থাকে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি