চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আগের রাতে মারা যান লায়লা বেগম (৭০)। এই খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তাঁর ছেলে রেজাউল করিম (৩৫)। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
রেজাউলের স্বজনেরা জানান, রেজাউল করিমের বাবা আবুল হাশেম (৮০) মাত্র দুই মাস আগে মারা গেছেন। এই খবর শুনে আবুধাবি থেকে দেশে আসেন রেজাউল করিম। এদিকে বাবার মৃত্যুতে ভেঙে পড়েন তাঁর মা লায়লা বেগম। তিনি অসুস্থ হয়ে পড়লে রেজাউল করিম সাধ্যমতো তাঁর সেবা করেন।
এদিকে অসুস্থতা বেড়ে গেলে রেজাউলের মাকে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন রেজাউল। তাৎক্ষণিকভাবে তাঁকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, মা-ছেলের মৃত্যুর খবরে এলাকার সবাই শোকাহত। প্রবাসী রেজাউলের দুই মেয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাগলা মামার মাজারসংলগ্ন মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মা ও ছেলের লাশ দাফন করা হয়।