হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্গম ‘আমা দাবালাম’ পর্বত জয় বাংলাদেশি যুবকের

প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার অনিন্দ্য সুন্দর ও অন্যতম টেকনিক্যাল পর্বত ‘আমা দাবালাম’ জয় করেছেন বাংলাদেশি যুবক মো. বাবর আলী। নেপালি ভাষায় ‘আমা’ শব্দের অর্থ ‘মা’ আর ‘দাবালাম’ অর্থ ‘নেকলেস’ বা ‘গলার হার’। খাড়া ও ঢালু দেয়ালের জন্য এই পর্বত ‘হিমালয়ের ম্যাটারহর্ন’ নামেও পরিচিত। নেপালের এক রুপির ব্যাংক নোটে এই পর্বতের ছবি আছে।

নেপালের স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পর্বতের শিখরে লাল-সবুজের পতাকা উড়ান তরুণ পর্বতারোহী মো. বাবর আলী। চট্টগ্রামের এই তরুণ পেশায় চিকিৎসক হলেও তিনি নিজেকে পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।

‘আমা দাবালাম’ পাহাড় অভিযানের সমন্বয়ক ফারহান জামান জানান, গত ৯ অক্টোবর নেপালের উদ্দেশে দেশত্যাগ করেন বাবর। ১১ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করলেও বাঁধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে নিয়মিত লুকলার বিমান বন্ধ হয়ে যায়। বাবর পরদিন সড়ক পথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছু পথ গাড়িতে এবং বাকীপথ হেঁটে তিনি ১৯ অক্টোবর পৌঁছান আমা দাবালাম বেসক্যাম্পে। বেসক্যাম্পে একদিন বিশ্রাম নিয়ে তিনি ঘুরে আসেন ক্যাম্প-১ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতীব প্রয়োজনীয়।

২৩ অক্টোবর ভোরে বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে আবারও ওঠেন ক্যাম্প-১ এ এবং পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত চেষ্টা। ভোরে তিনি পর্বতের শীর্ষে পৌঁছান। ২৬ অক্টোবর বিকেলে তিনি বেসক্যাম্পে নেমে আসেন সুস্থ অবস্থায়। পুরো পথেই তার সঙ্গে ছিলেন তার পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।

বাবর বলেন, ‘এটা সত্যিকার অর্থেই পর্বতারোহীদের পর্বত।’

উল্লেখ্য, এই অভিযান বাবর আলীর নিজস্ব অর্থায়নে পরিচালিত এবং সার্বিক সহযোগিতায় ছিল তারই ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির