হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কাস্টমসে খেজুর শুল্কায়ন শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমসে খেজুর শুল্কায়নে রেফারেন্স ভ্যালু (দাম) দ্বিগুণ করার পাঁচ দিন পর আবার খেজুরের শুল্কায়ন শুরু হয়েছে। আজ সোমবার থেকে উন্নতমানের খেজুর চার ডলার, মাঝারি মানের খেজুর দুই ডলার এবং সাধারণ খেজুর এক ডলার ভ্যালুতে (দাম) এ শুল্কায়ন শুরু হয়। এর আগে কার্টুন আনা খেজুরের ভ্যালু প্রতি কেজি এক ডলার ও বস্তায় আনা খেজুর ৫০ (পঞ্চাশ সেন্ট) শুল্কায়ন হতো। 

বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের শুল্কায়ন গ্রুপ-১ / (এ) এর রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের আলোকে খেজুরের ভ্যালু বাড়ানো হয়েছে। আজ ৩৫ থেকে ৪০ (কনসাইনমেন্ট) চালান শুল্কায়ন সম্পন্ন হয়েছে।’ 

গত বুধবার থেকে কাস্টমসে শুল্কায়নের ক্ষেত্রে খেজুরের ভ্যালু (দাম) দ্বিগুণ করায় আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্টরা গতকাল পর্যন্ত খেজুরের শুল্কায়ন বন্ধ রাখে। ফলে রমজানে বিক্রির জন্য আনা প্রায় দুই শতাধিক কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আটকে যায়। 

বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোটার অ্যাসোসিয়েশন সভাপতি মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। আমাদের প্রায় তিন হাজার মেট্রিক টন খেজুর চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে। আরও খেজুর আমদানি পাইপ লাইনে রয়েছে। রোজার কথা চিন্তা করে আমরা কাস্টমসের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ 

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সোনারগাঁও অ্যাসোসিয়েটস লিমিটেডের মালিক মো. বোরহান উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমাদের ১০০টি (৪০ ফুট) খেজুরের কন্টেইনার শুল্কায়ন করা হয়েছে। ফলে বাজারে রোজায় আর খেজুরের সংকট হবে না।’ 

উল্লেখ্য, খেজুরের আমদানি শুল্ক হার আড়াই কেজির কম ওজনের প্যাকেট ২৫ শতাংশ এবং আড়াই কেজির বেশি ওজনের বস্তা বা কাটুন ১০ শতাংশ হারে বিদ্যমান আছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল