হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় নির্বাচনী সংঘর্ষে একজনের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার সিংহরা গ্রামের ওমকার দত্ত (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক স্থানীয় দিলীপ দত্তের ছেলে। 

প্রতিদ্বন্দ্বী এক ইউপি সদস্যের সমর্থকদের হামলায় 

নিহত ওমকার দত্তের চাচা দিলীপ দত্ত জানান, বুধবার সকালে নিজ বাড়ির ইউপি সদস্য প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ভোলার পক্ষে ভোটারদের নির্বাচনী ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য প্রার্থী রঘুনাথ সরকারের সমর্থকেরা পিটিয়ে আহত করেন। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেওয়ার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয় লোকজন জানান, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় ১ হাজার গজ দূরে বর্তমান ইউপি সদস্য ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রঘুনাথ সরকারের সমর্থকেরা ওমকার দত্তকে মারধর করে আহত করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ভোলা বলেন, ‘বর্তমান ইউপি সদস্য রঘুনাথ সরকারের লোকজন হামলা করে আমার বাড়ির কর্মী ওমকার দত্তকে পিটিয়ে হত্যা করেন।’ 
 
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য রঘুনাথ সরকার ওমকার দত্তকে হত্যার অভিযোগ অস্বীকার করে উল্টো ধনঞ্জয় বিশ্বাস ভোলা সমর্থকেরা তাঁর বাড়িতে হামলা করে বলে বলে অভিযোগ করেন। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম শিকদার বলেন, বেলা সাড়ে ১১টায় চাতরীর সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় কয়েক শ গজ দূরে এ ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। 

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা