হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীর বাংলাবাজার ঘাটের ইজারায় অসন্তোষ, মাঝিদের ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

ঘাটের ইজারা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে সাম্পান মাঝিরা। আজ রোববার সকাল থেকে সাম্পান চালানো বন্ধ রেখে ধর্মঘট পালন করেন তাঁরা। হঠাৎ সাম্পান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে ঘাট দিয়ে পারাপার করা পোশাকশিল্পের শ্রমিক, সবজিচাষি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। 

সাম্পান মাঝিরা বলেন, এই নৌপথে প্রতিদিন প্রায় তিন হাজার যাত্রী পারাপার করে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এ বিষয়ে সিটি মেয়রকে অভিযোগ দেওয়ার ১৫ দিন পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি।

কর্ণফুলী নদী সাম্পান কল্যাণ সমিতির উপদেষ্টা আলীউর রহমান বলেন, কর্ণফুলীতে যত ঘাট আছে সবগুলো সিটি করপোরেশন ইজারা দেয় ও মাঝিরা নেয়। মাঝিরা যাত্রীপ্রতি দুই টাকা করে সিটি করপোরেশনের জন্য রাখে। আর যে ঘাটে টোল কম সে ঘাটে এক টাকা করে সিটি করপোরেশনকে দেয়। কিন্তু এই ঘাটটি সিটি করপোরেশন ইজারা না দিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসীকে দিয়ে দিয়েছে। তাঁরা চাঁদা তুলে কিছু সিটি করপোরেশনকে দেয় আর কিছু নিজেরা রাখে। 

আলীউর রহমান আরও বলেন, গত সপ্তাহে আমরা সরাসরি মেয়রকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। মেয়র সেটা পাসও করেছেন। এরপরও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

বাংলা বাজার ঘাট এলাকায় অনুষ্ঠিত ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা এস. এম পেয়ার আলী, কার্যকরী সভাপতি হোসেন লিডার, সহসভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক সাইফুল আলম প্রমুখ।  

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক