হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি: লক্ষ্মীপুরে ডিজিএম গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

পল্লী বিদ্যুৎ সমিতির ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির মাধ্যমে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ঢাকার একটি মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গতকাল রাতেই লক্ষ্মীপুর সদর থানার পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। ওই রাতেই মাইক্রোবাসে করে আলী হাসানকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্নাফ হোসেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে ইন্ধন দিয়ে সারা দেশ অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ওই দিন মো. আরশাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসানকে প্রধান আসামি করে চারজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই ডিজিএম আলী হাসানকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা। 

ওসি মোন্নাফ হোসেন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে আলী হাসানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করে। ওই রাতেই তাঁকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি