হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ কোটি টাকা ঋণ খেলাপি: এমপি সানির স্বামী–শ্বশুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম): সাড়ে ১৫ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সানির স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখার করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের একটি আদালত। অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান খুলশী থানার ওসিকে গ্রেপ্তারের এই নির্দেশ দেন।

সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের স্বামীর নাম মো. পারভেজ আলম ও শ্বশুর ব্যবসায়ী এমএস আলম ওরফে শাহ আলম।

এ বিষয়ে যোগাযোগ করলে ওয়ান ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী ইফতেখারুল হক জানান, মেসার্স শাওন এন্টারপ্রাইজের নামে বিভিন্ন সময় তারা আমাদের শাখা থেকে ঋণ নেন। ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকে তাদের বকেয়া দাঁড়ায় ১৫ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার টাকা। বারবার নোটিশ আর তাগাদা দেওয়ার পরও তাঁরা এ ঋণ পরিশোধ করেননি। বাধ্য হয়ে ২০১৬ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক।

তিনি বলেন, কিন্তু তারা আদালতেও নিয়মিত হাজির হন না। এর মধ্যে আমরা জানতে পারি তারা কৌশলে দেশ ত্যাগের চেষ্টা করছে। তাঁরা প্রভাবশালী এবং দেশ ত্যাগ করলে কোনোভাবেই এ টাকা উদ্ধার করা যাবে না। তাই এ বছর ২৮ মার্চ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করি। এপ্রিলের ১৫ তারিখ এ আবেদন শুনানির কথা ছিল। পরবর্তীতে আদালত ১০ জুন শুনানির দিন ধার্য করে।

আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সদরঘাটে আলম অ্যান্ড কোম্পানির মালিক এ শাহ আলম। এ প্রতিষ্ঠানের নামে তিনি নগরীর আটটি ব্যাক থেকে ঋণ নিয়েছেন ৩০০ কোটি টাকা। ঋণ পরিশোধ না করায় ২০১১ সালের পর থেকে তাঁর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৫৪টি মামলা করেছে বিভিন্ন ব্যাংক। এর মধ্যে সাতটি মামলা অর্থঋণ আদালতে। বাকি সব মামলা চেক প্রতারণার। যার ছয়টিতে ছয় বছর সাজাও হয়েছে।

প্রতিষ্ঠানটি এখন দেখাশোনা করেন তাঁর বড় ছেলে এবং এ মামলার আসামি পারভেজ আলম। চট্টগ্রাম ভিত্তিক মাশরিফা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান তিনি। প্রতিষ্ঠানটি মামিয়া ব্রান্ডের পানি ও ভোগ্যপণ্য বাজারজাত করে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে পারভেজ আলমের সেলফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

খাদিজাতুল আনোয়ার সানির পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তাঁর বাবা রফিকুল আনোয়ারা টানা দশ বছর ওই আসনে সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ ও ২০০১ সালে নৌকা প্রতীকে সংসদে যান তিনি। আর এবার সংরক্ষিত আসনের নারী এমপি হয়ে সংসদে যান খাদিজাতুল আনোয়ার সানি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু