হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

কয়েক দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকে এই ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন জান্নাত আরা (২৮) এবং তাঁর দুই বছরের কন্যা মাহিম আক্তার। জান্নাত ওই ক্যাম্পের আনোয়ার ইসলামের স্ত্রী। 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অব্যাহত টানা বৃষ্টির কারণে ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘরে থাকা তাঁর স্ত্রী ও দুই বছরের শিশুকন্যা মাটি চাপা পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। 

অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর আজকের পত্রিকাকে জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমির জাফর আরও জানান, কয়েকটি ক্যাম্প প্লাবিত হলেও এটি ছাড়া এখন পর্যন্ত আর কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু