হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুই ভবনের মাঝখানে পড়ে ছিল যুবকের গলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আলকরণে দুই ভবনের মাঝে কার্নিশসংলগ্ন লোহার গ্রিলে আটকে থাকা অবস্থায় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, ওই যুবক ভবনটিতে চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। 

গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানার আলকরণ ১ নম্বর গলির শেষ মাথায় বন্ধন টাওয়ারের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ এখনো তাঁর পরিচয় জানাতে পারেনি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। 

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, সন্ধ্যায় বন্ধন টাওয়ারের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে লাশটি পড়ে থাকতে দেখেন। বন্ধন টাওয়ারের ছাদের নিচতলায় কার্নিশসংলগ্ন লোহার গ্রিলে নেটের ওপর উপুড় হয়ে পড়ে ছিল লাশটি। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। 

তিনি বলেন, ‘বন্ধন টাওয়ার ও আলকরণ টাওয়ার নামে দুটি নয়তলা ভবন আছে পাশাপাশি। আলকরণ টাওয়ারের ৯তলার এক বাসিন্দা আমাদের জানিয়েছেন, গত রোববার রাতে তাঁদের বাসা থেকে দুটি মোবাইল চুরি হয়েছে। দুজন চোর কার্নিশ বেয়ে উঠে জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল নেওয়ার সময় তাঁরা দেখতে পান। এ সময় চিৎকার করলে দুজন দ্রুত পালিয়ে যান।’ 

চুরি হওয়া মোবাইল দুটি মৃত যুবকের পকেটে পাওয়া গেছে জানিয়ে অতনু বলেন, ‘আমাদের ধারণা, মোবাইল নিয়ে দ্রুত পালাতে গিয়ে দুই চোর আলকরণ টাওয়ার থেকে কার্নিশ বেয়ে বন্ধন টাওয়ারে পৌঁছে। সেখান থেকে পাইপ কিংবা তার বেয়ে নিচে নামার সময় একজন পড়ে গিয়ে লোহার গ্রিলে আটকে মারা যায়। লাশ পচে গেছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা যাচাই-বাছাই করছি। মৃত যুবকের নাম–পরিচয় শনাক্তে কাজ চলছে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল