হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

চোর সন্দেহে গণপিটুনিতে শ্রমিক দলের নেতা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

রাজু হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে চোর সন্দেহ শ্রমিক দলের এক নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রাজু হোসেন সদর উপজেলার সবুজের গোঁজা এলাকার সবুজ মিয়ার ছেলে। তিনি চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক ছিলেন। গতকাল রোববার রাতে সবুজের গোঁজা এলাকায় রাজুকে কয়েক দফা মারধর করা হয়। আজ সকালে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে সবুজের গোঁজা এলাকায় কবির হোসেনের বাড়ি থেকে অটোরিকশা চুরির অভিযোগ তুলে রাজুকে আটক করা হয়। পরে কবিরের নেতৃত্বে এলাকার লোকজন তাঁকে মারধর করেন। রাতভর কয়েক দফা পেটানো হয়। একপর্যায়ে রাজু গুরুতর আহত হলে আজ সকালে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

চররুহিতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাজু হোসেন চররুহিতার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। রাজুর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অথচ রাতের আঁধারে কবির হোসেন নামের এক ব্যক্তির অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় রাজু। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শ্রমিক দলের নেতা-কর্মীরা।’

এ বিষয়ে সদর থানার ওসি মোন্নাফ বলেন, ‘চোর হলেও কাউকে পিটিয়ে হত্যা করে আইন হাতে তুলে নেওয়া যাবে না। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে। চুরি না অন্য কোনো ঘটনায় এই হত্যাকাণ্ড, সে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা