হোম > সারা দেশ > কক্সবাজার

অস্ত্র গুলিসহ কক্সবাজারে একজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

অস্ত্র, গুলিসহ কক্সবাজার সদরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার ভারুয়াখালী বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি তিনটি বন্দুক ও ৯৮টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ বাবুল (৪৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা।

আজ রোববার কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র, জবরদখলসহ নানা অভিযোগে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গতকাল মধ্যরাতে ভারুয়াখালী বাজার এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারীর অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনৈক পুতুইন্যার গ্রিল ওয়ার্কশপের ভেতর থেকে তিনজন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। 

এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্য দুজন পালিয়ে যান। আজ সকালে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়