হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

হত্যার বিচারের দাবিতে সন্তানের মরদেহ নিয়ে পরিবারের রাস্তা অবরোধ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্তানকে হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় জনগন। আজ মঙ্গলবার দুপুর থেকে উপজেলার মাধবপুর-নাসিরনগর সড়কের হরিপুর সড়কে মরদেহ রাস্তায় রেখে এ বিক্ষোভ করেন তাঁরা।

নিহত রাসেল উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ার মো. আওয়াল মিয়ার ছেলে। সে স্থানীয় হরিপুর সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাসেল হত্যার পর নিহতের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। মঙ্গলবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে শিশু রাসেল হত্যার বিচার ও প্রধান অভিযুক্ত কাপ্তান মিয়াকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে নিহতের পরিবার ও স্থানীয় জনগন। 

জানা যায়, গত দুই বছর ধরে টেকপাড়া গ্রামের মাটির রাস্তা দিয়ে ৪০টি ট্রাক দিয়ে ইটভাটার জন্য মাটি আনা-নেওয়া করা হয়। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। গত রোববার রাস্তা নষ্ট না করে মাটি আনতে বাধা দেয় নিহত রাসেলের বাবা মো. আওয়াল মিয়া। কিন্তু ট্রাকের মালিক ও ইটভাটার অংশীদার মো. কাপ্তান মিয়া তার প্রতিবাদের বিষয়টি মেনে নিতে না পারায় তার দলবল নিয়ে ওই পরিবারসহ স্থানীয়দের হুমকি দেন। এ সময় কাপ্তান স্থানীয়দের উপস্থিতিতে ঘোষণা দেয় ট্রাকের সামনে যা পড়বে সব মাটির সঙ্গে পিষে দিতে। পরদিন সোমবার দুপুরে ট্রাক দিয়ে ইটভাটায় মাটি নেওয়ার সময় নিহত রাসেল মিয়া ট্রাকের সামনে গেলে ট্রাকের নিচে চাপা দেন চালক। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। 

এ বিষয়ে নিহত রাসেলের বাবা মো. আওয়াল মিয়া বলেন, মামলা করার জন্য থানা গিয়েছি অনেকবার। কিন্তু পুলিশ টাকা খেয়ে মামলা নিচ্ছে না। তাই সন্তানের মরদেহ নিয়ে রাস্তায় আসছি। বিচার না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করব না। 

তবে এ অভিযোগ অস্বীকার করে মো. কাপ্তান দাবি করে বলেন, ‘ট্রাক ড্রাইভার ছেলেটিকে মারছে। এ বিষয়ে আমার কোনো দোষ নাই।’ 

মামলা না নেওয়ার বিষয়ে নাসিরনগর থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার বলেন, ‘আমার কাছে কেউ এখনও মামলা করতে আসেনি।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু