হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলের প্রথম নারী ইউপি চেয়ারম্যান আসমা আক্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এবারই প্রথম একজন নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যানের নাম মোসাম্মদ আসমা আক্তার। গত রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১ নম্বর শাহজাদাপুর ইউনিয়ন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। 

আসমা আক্তার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরমান মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী বলেন, ‘আজ পর্যন্ত সরাইলের কোনো ইউনিয়নের নারীকে নির্বাচন করে চেয়ারম্যান হতে দেখিনি। এবারই প্রথম দেখলাম।’ 

বিষয়টি এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে আলোচনায়। 

আসমা আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি তিনবার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। 

নব-নির্বাচিত চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। আমি সুখে-দুঃখে তাদের পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে ও দল শক্তিশালী হবে।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল