সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর ও বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সদর থানার সোনারপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে হিরা হোসেন (২৪) ও ভোলা জেলার চৌমুহনী এলাকার মো. ইউনুস (৫০)।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার ভাটিয়ারী বানুর বাজার এলাকায় ঢাকামুখী কয়েল বোঝাই একটি ট্রাক দাঁড় করানো হয়। এ সময় ট্রাকে থাকা কয়েল পড়ে ট্রাক হেলপার হিরা হোসেনের মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরদিকে, দুপুর দেড়টায় শীতলপুর এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যান একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিকশা চালক ইউনুসের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পরপরই নিহত দুজনের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।