হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত ব্যবসায়ী নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ (৫০) একই গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি রামু বাইপাস রোডের এন আমিন মার্কেটের স্বত্বাধিকারী। 

নিহত রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন বলেন, দুপুরে তাঁর ভাই দুই নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ ও কর্মচারী কামরুল বাগান দেখাশোনা করতে গিয়েছিলেন। ফেরার সময় স্থানীয় চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী তাঁদের পথরোধ করে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় নুরুল আমিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালে কামরুল ভর্তি আছেন। 
 
সাইফুর রহমান সুজন আরও বলেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁর ভাইকে হত্যা করেছে। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০