হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমাল: চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কমাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। বন্দরের জেটিতে থাকা সব জাহাজের পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে। 

নিরাপত্তার স্বার্থে জেটিতে বার্থিং থাকা বড় জাহাজগুলোকে আজ রোববার সকালে জোয়ারের সঙ্গে বহির্নোঙরে (গভীর সমুদ্রে) পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় জাহাজগুলোর ইঞ্জিন সার্বক্ষণিক চালু রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার রাত থেকেই বহির্নোঙরে পণ্য ওঠানামা (লাইটারিং) কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া মেরিন, ট্রাফিক, সচিব এবং নিরাপত্তা বিভাগের চারটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। 

ক্রেনসহ সব হ্যান্ডলিং ইকুইপমেন্ট প্যাক করা হচ্ছে, যাতে বাতাসে বা জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত না হয়। বন্দর থেকে সব ধরনের পণ্য ডেলিভারি কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেতের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ বন্দর চ্যানেল, জাহাজ, জেটি, ইয়ার্ড, শেড, হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক। 

গতকাল বন্দরের সব বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেতের ওপর ভিত্তি করে বিভিন্ন বিভাগের করণীয় জানিয়ে দেওয়া হয়েছে। 

বন্দরসচিব ওমর ফারুক বলেন, বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫