হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে পুলিশের গাড়িতে ডাকাত দলের হামলা, আহত ১

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে টহলরত গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে ডাকাত দলের হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকিকয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আবু ইউসুফ (২৯)। তিনি উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও ডাকাত দলের সদস্য।

ওসি বলেন, গতকাল দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার কাকিয়াচর নামক এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। এ সময় ড্রাইভার গাড়ি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী ধানখেত থেকে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল চারপাশ থেকে গাড়িটি ঘিরে ধরে। ঘটনাটি দেখে ডিবি অফিসার ও ফোর্সরা গাড়ি থেকে নামলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে ডিবি পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতের দল পালাতে যায়। এ সময় গুলি ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে।

পরে স্থানীয় লোকজন ও ডিবি পুলিশ ধানখেতে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ছেনি, একটি কিরিচ ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।  
 
ওসি আরও বলেন, আহত ওই ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে বুড়িচং থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী