হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রবাস থেকে ফিরে বাবা ও ভাই-ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

গতকাল শুক্রবার রাতে দুই ভাই ফিরেছেন প্রবাস থেকে। আজ শনিবার ভোরে বাবা ও ভাইদের সঙ্গে জড়িয়ে পড়েন বাগ্‌বিতণ্ডায়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে প্রবাসী দুই ভাইয়ের আঘাতে বড় ভাই, ভাবি, বাবাসহ ঝগড়া থামাতে আসা এক চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। 

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ খোকন বলেন, শনিবার ভোরে ৭ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার আম্মার বাপের বাড়ি এলাকার মো. হোসেনের (৬০) বাড়িতে তাঁর সন্তানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাঁর দুই সন্তান দেলোয়ার হোসেন (২৮) ও মোহাম্মদ হেলাল (২৫) গতরাতে প্রবাস থেকে ফিরেছেন। আসার পর পারিবারিক বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে বাবা ও বড় ভাই আনোয়ার হোসেনের (৩০) বাগ্‌বিতণ্ডা হয়। পরে সকালের দিকে সেটি সংঘর্ষে রূপ নেয়। 

ইউপি সদস্য আরও বলেন, এ সময় তাঁরা কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে প্রবাস ফেরত দুই ভাইয়ের কিরিচ ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় তাদের বাবা, বড় ভাই ও তাঁদের ভাবি নাহিদা আক্তার (২৩)। এ সময় তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন শামসুল ইসলামের ছেলে চাচাতো ভাই মো. নেজাম (২৭)। তিনিও আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে নেজামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্ত দেলোয়ার ও হেলালকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি