হোম > সারা দেশ > চট্টগ্রাম

উল্টো পথে আসা নছিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল এসি ল্যান্ডের গাড়ি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে নছিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) গাড়ি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানের (স্থানীয়ভাবে নছিমন হিসেবে পরিচিত) ধাক্কায় মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে এসি ল্যান্ড ও তাঁর গাড়িচালক সুস্থ আছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, তিনি বিকেলে মিরসরাই থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। তাঁর গাড়িটি সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকা অতিক্রমকালে হঠাৎ উল্টো পথে আসা একটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁর ব্যবহৃত গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

সাইফুল ইসলাম বলেন, ‘নছিমনটি এমনভাবে এসে ধাক্কা দেয় যে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারত। আমার গাড়িচালক সতর্ক ছিলেন বলে আমরা রক্ষা পেয়েছি। মহাসড়কে যেভাবে এই নছিমন চলছে, হাইওয়ে পুলিশের এ বিষয়ে আরেকটু নজর দেওয়া দরকার।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির