হোম > সারা দেশ > চট্টগ্রাম

উল্টো পথে আসা নছিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল এসি ল্যান্ডের গাড়ি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে নছিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) গাড়ি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানের (স্থানীয়ভাবে নছিমন হিসেবে পরিচিত) ধাক্কায় মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে এসি ল্যান্ড ও তাঁর গাড়িচালক সুস্থ আছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, তিনি বিকেলে মিরসরাই থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। তাঁর গাড়িটি সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকা অতিক্রমকালে হঠাৎ উল্টো পথে আসা একটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁর ব্যবহৃত গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

সাইফুল ইসলাম বলেন, ‘নছিমনটি এমনভাবে এসে ধাক্কা দেয় যে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারত। আমার গাড়িচালক সতর্ক ছিলেন বলে আমরা রক্ষা পেয়েছি। মহাসড়কে যেভাবে এই নছিমন চলছে, হাইওয়ে পুলিশের এ বিষয়ে আরেকটু নজর দেওয়া দরকার।’

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা