হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ৬০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেক ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

আজ রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার তারেকূর রহমান (২৪) ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকার জসীম উদ্দিন (২৭)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি ফরিদুল আলম। 

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিসহ আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। 

ফরিদুল আলম বলেন, ২০২১ সালের ২০ নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে কক্সবাজারে র‍্যাব-১৫ এর একটি দল উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবাসহ দণ্ডিত দুইজনকে আটক করে। 

এ ঘটনায় র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার হারুনুর রশীদ বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগ) দাখিল করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট