হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রেমের ফাঁদে ফেলে মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ 

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গতকাল রোববার রাতে থানায় মামলা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার দাগনভূঞার নয়নপুর গ্রামের মাসুমা আক্তার (২০) ও তাঁর স্বামী নাহিদ হোসেন জীবন (২৪) এবং তাঁদের সহযোগী একই উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের শাহরিয়ার আলম (২০) ও ফেনী পৌর এলাকার সহদেবপুর এলাকার সালমান হোসেন (২০)। 

গতকাল রোববার রাতে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন চারজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাসুমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা গ্রামের মো. ফাহিম উদ্দিনের (২৫) সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে তোলেন। তাঁর কথামতো গত ৩০ আগস্ট ফেনীর মহিপালে আসেন ফাহিম। সেখান থেকে মাসুমা কৌশলে তাঁকে শহরের পাঠানবাড়ি রোডের তাসপিয়া ম্যানশনের সপ্তম তলায় একটি কক্ষে নিয়ে যান। 

ওই বাসায় থাকা অন্য আসামিদের তখন আত্মীয় সম্বোধন করে ফাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন মাসুমা। এর একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাহিমকে জিম্মি করে মারধর করতে থাকেন। পরে জোরপূর্বক নগ্ন করে ছবি ও ভিডিও ধারণ করে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ফাহিমকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, সঙ্গে থাকা টাকা ও মোটরসাইকেল নিয়ে নেন। 

এ ঘটনায় গতকাল রোববার রাতে ফাহিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু