হোম > সারা দেশ > কক্সবাজার

পর্যটন শহরে স্পার আড়ালে যৌন ব্যবসা, ব্ল্যাকমেল ও ছিনতাই, গ্রেপ্তার ৩৮ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলীতে স্পা পরিচালনার আড়ালে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেলের এবং ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানান।

গতকাল রোববার রাতে শহরের কলাতলীর একটি হোটেল ও কটেজ জোনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, ‘কলাতলী মোড়ে বিচ ওয়ার্ল্ড নামে একটি হোটেলের গোপন কক্ষ থেকে কথিত স্পা সেন্টার থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘টুরিস্ট পুলিশের কাছে তথ্য ছিল, বিচ ওয়ার্ল্ডে এক ভুয়া সাংবাদিকের একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে অভিযানে চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ জোনের একটি সাইনবোর্ডবিহীন কটেজের গোপন আস্তানা থেকে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেল, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।’

তিনি বলেন, ‘নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। এ কারণে অপরাধীদের ধরতে টুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।’

গ্রেপ্তার ৩৮ নারী-পুরুষের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির